আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়নি : কাদের মির্জা
বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়নি বলে দাবি করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার (১০ মার্চ) রাত ১০টায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করেন তিনি।
বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘মঙ্গলবার (৯ মার্চ) রাত নয়টার দিকে মিজানুর রহমান বাদল, ফখরুল ইসলাম রাহাত, মাহবুবুর রশিদ ও আব্দুর রাজ্জাক বাহিনীর নেতৃত্বে ৩০০-৪০০ সশস্ত্র সন্ত্রাসী আমাকে ও দলীয় নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে ও বোমাবর্ষণ করে।’
বিজ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, ‘এ সময় আমার দলের ১০ জন গুলিবিদ্ধ ও ৫০-৬০ জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়। গুলিবিদ্ধ নেতাকর্মীরা নোয়াখালী সদর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘কিছু কিছু প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়া সংবাদ প্রচার করে যাচ্ছে ‘সংঘর্ষের কারণে উল্লেখিত ঘটনা সৃষ্টি হয়’ যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত একতরফাভাবে হামলা করা হয়। আমি উক্ত প্রকাশিত খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।’
বিজ্ঞাপন
গণমাধ্যমকে সরেজমিন তদন্ত করে সঠিক খবর প্রদান করার জন্য অনুরোধ করেন মেয়র আবদুল কাদের মির্জা।
হাসিব আল আমিন/এমএসআর