সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরের ১৭ নীলডুমুর বিজিবি দপ্তরে দায়িত্ব পালনকালে গুলিতে ল্যান্স নায়েক পারভেজ আলম নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ল্যান্স নায়েক পারভেজ আলম (৩০) নোয়াখালীর সোনাইমুড়ি থানার আমকি গ্রামে মৃত. হেলাল উদ্দীনের ছেলে। তার বিজিবি সদস্য নং ৮৯৩৯২।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা তাকে মৃত ঘোষণা করেন। 

শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম বাদল ঢাকা পোস্টকে বলেন, বিজিবি সদস্যদের ভাষ্যমতে যেকোনো কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে নিজ অস্ত্রের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।

এ বিষয়ে ১৭ নীলডুমুর বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল কামরুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন কল রিসিভ করেননি। 

সোহাগ হোসেন/এমএএস