বাংলাদেশে ঢুকে মাছ ধরার সময় ১৬ ভারতীয় জেলে আটক
বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরার সময় ১৬ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে বাংলাদেশি জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অপরাধে একটি ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড পশ্চিম জোন মংলার সদস্যরা এফবি মঙ্গলচন্ডী-৭ নামের ওই ট্রলারকে জব্দ করেন। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে গ্রেফতারকৃত জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে মংলা থানায় হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, ফিশিং ট্রলার এফবি মঙ্গলচন্ডী-৭ নিয়ে বাংলাদেশি জলসীমায় ঢুকে মাছ ধরছিলেন ভারতীয় জেলেরা।
কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভারতীয় জেলেরা পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে কোস্টগার্ডের সদস্যরা ট্রলারসহ জেলেদের গ্রেফতার করেন। গ্রেফতার জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে মংলা থানায় সোপর্দ করা হয়।
বিজ্ঞাপন
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ভারতীয় ১৬ জেলের বিরুদ্ধে মামলা দিয়ে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় জেলেদের কারাগারে পাঠানো হবে।
এএম