বিএনপির সরকার পদত্যাগের আন্দোলন ফ্লপ করেছে : রাশেদ খান মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপির সরকার পদত্যাগের আন্দোলন ফ্লপ করেছে। তাদের আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সাংবিধানিক নিয়মেই অনুষ্ঠিত হবে।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টির রংপুর বিভাগীয় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মেনন বলেন, বিদেশে পলাতক এক নেতার নির্দেশে জনগণ রাস্তায় নামবে, এমন আশা করা বাতুলতা ছাড়া কিছুই নয়। দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একাট্টা হয়ে আছে। জনগণ স্বাধীনতা বিরোধীদের কথায় বিভ্রান্ত হবে না।
তিনি বিএনপির উদ্দেশে বলেন, যারা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছে তারা আগে নিজেদের দুর্নীতি-অপকর্ম মেরামত করুক।
বিজ্ঞাপন
ঠাকুরগাঁও-১ আসনের (পীরগঞ্জ-রানীশংকৈল) উপ-নির্বাচন উপলক্ষে সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টির রংপুর বিভাগের আট জেলার এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন রাশেদ খান মেনন। সমাবেশ সঞ্চালনা করেন দলের পলিট ব্যুরোর সদস্য নজরুল ইসলাম হক্কানী।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, দলের কেন্দ্রীয় নেতা আব্দুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আলম মাস্টার, অধ্যক্ষ ইয়াছিন আলীসহ আরও অনেকে।
শরিফুল ইসলাম/এসএসএইচ/