ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন।

তিনি বলেন, ভোর থেকে পদ্মা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। এতে নদীর মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়।তাই দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৬টা থেকে এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

মৌসুমের ১৯তম দিনে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তবে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

মীর সামসুজ্জামান/ওএফ