রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় দফার ভোটে এবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. শাহাজাদা আরমান। তিনি রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় আঞ্চলিক নির্বাচন অফিস থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

ঘোষিত ফলাফলে ঠেলাগাড়ি প্রতীকে শাহাজাদা আরমান পেয়েছেন ৪ হাজার ২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৪ ভোট।

এর আগে রোববার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৬ নম্বর ওয়ার্ডের ৭টি কেন্দ্রের ৪৪টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন। এর মধ্যে ভোট পড়েছে ৫৪ দশমিক ৮৮ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মো. শাহাজাদা আরমান ও সাইফুল ইসলাম ফুলু সমান ৩ হাজার ১৯৭ ভোট পান। এছাড়া আরেক প্রার্থী এম. এ রাজ্জাক মণ্ডল পেয়েছিলেন এক হাজার ৮৯২ ভোট।

তিনি আরও বলেন, সাধারণ কাউন্সিলর পদে তিনজন প্রার্থীর মধ্যে ২ জন সমান ভোট পাওয়ায় ওই ওয়ার্ডে রোববার পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সাতটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে মো. শাহাজাদা আরমানকে কাউন্সিলর ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে ২২৯ কেন্দ্রে ইভিএমে ভোট দেন ভোটাররা। এতে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৯৩৬ এবং বাতিল ভোট ১ হাজার ৩৬টি। ভোট পড়েছিল ২ লাখ ৮০ হাজার ৯৭২টি, যা মোট ভোটের ৬৫ দশমিক ৮৮ শতাংশ।

এবার মেয়রপদে ৯ জনসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৩০ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে জাহাঙ্গীর আলম তোতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীসহ সাতজনের জামানত বাজেয়াপ্ত হয়। গত ৯ জানুয়ারি মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়।

ফরহাদুজ্জামান ফারুক/রংপুর