নোয়াখালীতে দালালসহ ২ ভ্রাম্যমাণ যৌনকর্মী গ্রেপ্তার
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে দালালসহ ২ ভ্রাম্যমাণ যৌনকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (১৫ জানুয়ারি) রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের মফিজ প্লাজার পাশের ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
তারা হলেন, নোয়াখালীর সদর উপজেলার জামালপুর গ্রামের হোরনমিয়ার ছেলে মো. রিপন (২৩), উত্তর ফকিরপুর গ্রামের মৃত মুন্সি মিয়া মো. শাহজাহান (৪০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মনতলা গ্রামের মৃত আব্দুল করিমের মেয়ে রিতা (২৫) ও বিউটি আক্তার (২৮)।
ডিবি জানায়, দালাল চক্রটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের মফিজ প্লাজার পূর্বপাশের লেবু মাহাজনের বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় দুইজন দালালসহ দুইজন ভ্রাম্যমাণ যৌনকর্মীকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সুধারাম মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সকালে তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
হাসিব আল আমিন/এফকে