কুমিল্লায় মঞ্জুরুল ইসলাম (২৬) নামের এক যুবককে হত্যা করে বস্তায় ভরে ডোবায় ফেলার দায়ে আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দুর্গাপুর সাকিনের একটি ডোবা থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত যুবক নাহিদ হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার উজিয়ান ডাক্তার পাড়া এলাকার মোহাবারি রহমানের ছেলে। নিহত মঞ্জুরুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর চরআনি পাড়া এলাকার আলাউদ্দিন ওরফে আলা বকসের ছেলে। অপমানের বদলা নিতে এই হত্যাকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

কামরান হোসেন জানান, নিহত মঞ্জুরুল ইসলাম এবং ঘাতক নাহিদ হোসেন উভয়েই রংপুরের বাসিন্দা। তারা কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনয়নের দূর্গাপুর নোয়াপাড়া সাকিনের জনৈক আক্তার হোসেনের গরুর খামারে রাত্রিযাপন করত। দিনের বেলায় ওই এলাকায় তারা এক সঙ্গে দিনমজুরের কাজ করত। 

গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) হঠাৎ করে মঞ্জুরুল ইসলাম নিরুদ্দেশ হয়ে যান। তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পেয়ে হতাশ হয়ে পড়েন তার স্বজনেরা। পরে গতকাল সোমবার নিহত মঞ্জুরের বাবা আলাউদ্দিন ওরফে আলা বকস বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, আটক নাহিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদবাদে জানায় গত বৃহস্পতিবার মঞ্জুর তাকে ১৪০০ টাকা চুরির অপবাদ দেয়। এমনকি মঞ্জুর আশেপাশের লোকজনকে ডেকে বলে ‘নাহিদ আমার টাকা চুরি করেছে’। পরবর্তীতে স্থানীয়রা মঞ্জুরের ব্যাগ তল্লাশি করে দেখে টাকা তার ব্যাগেই ছিল। অপমান বোধে ক্ষিপ্ত হয়ে নাহিদ রাতের বেলা মঞ্জুর ঘুমিয়ে গেলে তাকে হত্যা করে মরদেহ বস্তায় ভরে পাশের একটি ডোবাতে ফেলে দেয়। এ ঘটনার জিডি করার কয়েক ঘণ্টার ব্যবধানে রহস্য উদঘাটন করে পুলিশ। ঘটনায় নিহত মঞ্জুরের ভাই মোস্তাকিন মিয়া বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চালছে। মামলা করলে আটক নাহিদকে গ্রেপ্তার দেখানো হবে। 

ডায়েরির তদন্ত কর্মকর্তা তদন্তের শুরুতেই নাহিদকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে মঞ্জুরকে হত্যার কথা স্বীকার করে মরদেহ বস্তায় ভরে পাশের একটি ডোবাতে ফেলে দেওয়ার কথা জানায়। তার দেওয়া বর্ণনানুযায়ী স্থান থেকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে মঞ্জুরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আরিফ আজগর/আরকে