এমভি ফারহান-৯ লঞ্চে করে চাঁদপুরের বালুচরে আসা যুবকরা মাঝিদের ওপর হামলা চালান

চাঁদপুরের মিনি কক্সবাজারখ্যাত মেঘনা মোহনার বালুচরে একদল পর্যটকের হামলায় নৌকার ১৪ জন মাঝি আহত হয়েছেন। এ সময় হামলায় সেখানকার দোকানপাট ভাঙচুর করা হয়। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টায় ঘটনাটি ঘটে।

মাঝিরা জানান, ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রায় দেড় হাজার পর্যটক নিয়ে এমভি ফারহান-৯ লঞ্চটি শুক্রবার দুপুরে চাঁদপুরের মেঘনা মোহনার বালুচরে যাচ্ছে। কিন্তু বিকেলের দিকে একদল যুবক হঠাৎ করে সেখানকার কয়েকটি টং দোকানে ভা‌ঙচুর ও লুটপাট চালায়। এতে বাধা দিতে গেলে ১৪ জন নৌকার মাঝি আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।
 
ঘটনাস্থলে উপস্থিত থেকে এই ঘটনাটি ভিডিও ধারণ করেন চাঁদপুর শহরের ফরিদুল ইসলাম নামে এক পর্যটক। তিনি বলেন, বিকেলে হঠাৎ করে যুবকরা লাঠি নিয়ে বালুচরের (মিনি কক্সবাজার) নৌকার মাঝি ও দোকানদারদের মারধর করেন। কিন্তু এ সময় সেখানে পুলিশি কোনো ব্যবস্থা না থাকায় পর্যটক ও দোকানদাররা ছোটাছুটি করে জঙ্গলে আশ্রয় নেন। এতে করে পর্যটকরা নিরাপত্তাহীনতায় পড়েন। পরে দ্রুত পর্যটকভর্তি ফারহান লঞ্চটি চাঁদপুর ত্যাগ করে।

নৌকা মাঝি-মাল্লার সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, ঢাকার সদরঘাট এলাকার কাউন্সিলরের ভাই মিতুর লোকজন এই চরে পিকনিক করতে আসেন। কিন্তু আমাদের দাবি ছিল, তারা যেন সেখানে লঞ্চ থেকে নৌকার মাধ্যমে ১০ টাকার বিনিময়ে নামেন। কিন্তু তারা সেটি না করে আমাদের ওপর হামলা চালায় এবং মারধর করে। মাঝিরা গরিব হওয়ায় কোনো মামলা করা সম্ভব হয়নি। বিষয়টি সমাধান করে ফেলি।

চাঁদপুর নৌ থানার ইনচার্জ জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি জানতে পেরে মাঝিদের ডেকে আনি। কিন্তু তারা জানান, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা খরচ দিয়ে গেছেন অভিযুক্তরা। এজন্য কেউ অভিযোগ করেননি।

শরীফুল ইসলাম/এমএসআর