টাঙ্গাইলের সদর উপ‌জেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি সদস‌্য নজরুল ইসলাম (৫০) নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) দুপুর সা‌ড়ে ১২টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মাগুড়াটা মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নজরুল ইসলাম সদর উপ‌জেলার মগড়া ইউনিয়‌ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ছোট বাসালিয়া গ্রামের ইনছান আলীর ছেলে।

স্থানীয় ব্যক্তিরা জানান, নজরুল ইসলাম মোটরসাইকেলে টাঙ্গাইল শহর থেকে তার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত থে‌কে আসা অপর মোটরসাই‌কে‌লের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই তিনি নিহত হন। এছাড়া আহত হ‌য়ে‌ছেন দুজন। প‌রে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এএসআই) মো. নবীন জানান, দুর্ঘটনায় আহত দুজন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এছাড়া ইউপি সদ‌স্যের মর‌দেহ হাসপাতা‌লের ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহ‌তের মর‌দেহ তার প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

অভিজিৎ ঘোষ/এনএ/এমএমজে