ফরিদপুরে ২১ দিনব্যাপী জসীম পল্লী মেলা শুরু
ফরিদপুরে ২১ দিনব্যাপী জসীম পল্লী মেলা শুরু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা এবং কবি জসীম উদ্দীনের জামাতা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এ মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে পল্লীকবি জসীম উদ্দীনের বাড়ি সংলগ্ন জসীম উদ্যানে কুমার নদের পাড়ে এ মেলার আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ প্রমুখ।
বিজ্ঞাপন
জসীম ফাউন্ডেশনের সভাপতি ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আলী জানান, এ মেলায় দুই শতাধিক স্টলে লোকজ বিভিন্ন চারু ও কারু পণ্য বিপণনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি প্রতিদিন মেলার মাঠ প্রাঙ্গণে জসীম মঞ্চে গান, নাচ, নাটকসহ বিভিন্ন লোকজ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে ফরিদপুর ও আশপাশের বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
প্রসঙ্গত, ১৯৮৮ সাল থেকে ফরিদপুরে পল্লী কবির বাড়ি সংলগ্ন কুমার নদের পাড়ে জসীম উদ্যানে জসীম মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ওই বছর ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ১ জানুয়ারি পল্লীকবির জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। মেলার ব্যাপ্তিকাল প্রথমে তিন দিন ছিল। পরে সাত, পনের এবং এক মাসব্যাপী এ মেলার আয়োজন হয়েছে। ১৯৯১ সালে তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এলে মেলার গুরুত্ব বেড়ে যায়।
পরবর্তীতে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন এ মেলা আয়োজন শুরু করে। সর্বশেষ ২০১৭ সালে জসীম পল্লী মেলা অনুষ্ঠিত হয়। এরপর ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও কবিপুত্র জামাল আনোয়ারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে বন্ধ হয়ে যায় জসীম পল্লী মেলা। ২০২০ সালে পরিবর্তিত রাজনৈতিক কারণে খন্দকার মোশাররফ ফরিদপুরের রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় নিলেও করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালে জসীম পল্লী মেলার আয়োজন করা সম্ভব হয়নি। চার বছর বন্ধ থাকার পর গত বছর ২০২২ সালের ১৫ মে পুনরায় জসীম পল্লী মেলা শুরু হয়।
জহির হোসেন/আরএআর