মেলায় গিয়ে নিখোঁজ, ৬ দিন পর মিলল যুবকের অর্ধগলিত মরদেহ
নড়াইলে মেলায় গিয়ে নিখোঁজের ছয় দিন পর বিলের মধ্যে ইয়াসিন মোল্যার (২২) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোবরার (২২ জানুয়ারি) দুপুরে সদরের শাহবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বাঁশতলার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইয়াসিন মোল্যা কালিয়া উপজেলার কালডাঙ্গা গ্রামের বিল্লাল মোল্যার ছেলে। তার পরিবার সদরের ভওয়াখালি মধ্যপাড়া গ্রামের কাসেম শিকদারের ভাড়া বাড়িতে থাকেন। ইয়াসিন পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
বিজ্ঞাপন
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি কাজ থেকে ফিরে রাত সাড়ে ৯টার দিকে হিজলডাঙ্গার পৌষ সংক্রান্তি মেলা দেখার উদ্দেশ্যে ইয়াসিন বাড়ি থেকে বের হয়। বাবা-মায়ের রাগারাগি সত্ত্বেও ভাইয়ের পালসার মোটরসাইকেল নিয়ে বের হয়ে পড়েন।
বিজ্ঞাপন
এদিকে, দুই দিন ধরে বাড়িতে না ফেরায় ১৮ জানুয়ারি নিহতের বোন শিরিনা বেগম নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় ইয়াসিনের সর্বশেষ অবস্থান সদরে শনাক্ত করে। আজ স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থল থেকে খেজুর পাতা দিয়ে ঢাকা একটি মরদেহের সন্ধান পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে আসি। মরদেহটি তার ভাই নিখোঁজ ইয়সিন মোল্যার বলে শনাক্ত করেন নিহতের ভাই জাহাঙ্গীর মোল্যা। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের বোন শিরিনা বেগম আহাজারি করে বলেন, ‘আমার ভাইয়ের গাড়িটা নিছিস, যা ছিল সবই তো নিলি, তাহলে জানটা কেন নিলি! আমার ভাই কি দোষ করছিল? এভাবে জবাই করলি, চোখও তুলে নিলি?’
নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিক সুরতহাল শেষে নিশ্চিত যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন স্পষ্ট। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যাকাণ্ডের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে। নিহতের বোনের জিডির অনুকূলে তদন্ত চলমান রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সজিব রহমান/এমজেইউ