কুড়িগ্রামে মাত্র ১ টাকায় দুস্থ ও অসহায়দের জন্য একবেলা আহারের ব্যবস্থা করেছে  স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। দিনব্যাপী এ আয়োজনে ৫০০ লোকের খাওয়ার আয়োজন করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি গ্রামে একবেলা আহারের আয়োজন করা হয়।

১ টাকায় খাবার খেয়ে সত্তরোর্ধ্ব জরিনা বেওয়া বলেন, ১ টাকায় আজ মন ভরে খেতে পারলাম। এই বয়সে এমন করে কখনো খেতে পারিনি। ভাত মাছ মাংসসহ ১২ প্রকারের খাবার ছিল। খেয়ে খুব শান্তি পেলাম।

খেতে আসা রমিজুল ইসলাম বলেন, বিদানন্দ ফাউন্ডেশন আমাদের জন্য গত মাসে ১০ টাকায় ব্যাগ ভর্তি বাজারের আয়োজন করেছিল। আজ ১ টাকায় বিভিন্ন রকমের খাবারের স্বাদ পেলাম। বাইরের হোটেলে এগুলো খেতে ২৫০-৩০০ টাকা লাগতো। এখানে ১ টাকায় খেতে পারলাম। 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের হেড অফ কমিনিকেশন সালমান খান ইয়াসির বলেন, কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিজস্ব জায়গায় হজরত আয়েশা (রা.) এতিমখানা নির্মাণ করা হয়েছে। এই এতিমখানায় শতাধিক মেয়ে বিনামূল্যে থাকতে পারবে। বৈশ্বিক মন্দায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে গরিব অসহায় পরিবারগুলো একটু যেন পুষ্টিযুক্ত খাবার খায় এজন্য ১ টাকায় একবেলা আহারের ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে দুদিন একবেলা আহারের আয়োজন করা হবে। 

জুয়েল রানা/আরএআর