কুড়িগ্রামের চিলমারীতে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপদ) আইনে ভ্রাম্যমাণ আদালতে এক মাছ বিক্রেতাকে নগদ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ জরিমানা করা হয়।

জানা গেছে, সকালে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়ে। পরে সেই মাছ সাজু নামে এক মাছ ব্যবসায়ী উপজেলার থানাহাট ইউনিয়নের পাম্পের মোড় এলাকায় বিক্রি করার জন্য নিয়ে আসেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে বন বিভাগের একটি দল মাছটি আটক করে সাজুকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে নিয়ে যায়। ইউএনও মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে নগদ ৫০০ টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত মাছটি স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। মাছ ব্যবসায়ী সাজু উপজেলার রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা।

ইউএনও মাহবুবুর রহমান জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপদ) আইন-২০১২ এর ৩৯ ধারায় জরিমানা মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুজ্জামান খান, পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী বাগাড় মাছ ধরা, মারা, ক্রয়-বিক্রয় কিংবা আমদানি-রপ্তানি দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা। অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান আছে।

জুয়েল রানা/আরএআর