চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট দেওয়া শেখাতে জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা গানের আয়োজন করা হয়েছে। ভোটারদের মধ্যে ইভিএম ভীতি দূর করতে ও সহজে ভোট দেওয়া নিশ্চিত করতেই এমন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোমস্তাপুর উপজেলার তিনটি স্থানে ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিতকরণের কার্যক্রমের আওতায় প্রজেক্টর ও গম্ভীরা গানের মাধ্যমে প্রচারণা করা হয়। জেলা নির্বাচন অফিসের আয়োজনে গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন প্ল্যাটফর্ম, রহনপুর পৌর এলাকার কলেজমোড় ও গোমস্তাপুর বাজারে এই গম্ভীরা গানের আয়োজন করা হয়। 

গম্ভীরা গান দেখতে আসা আমজাদ হোসেন (৫৪) ঢাকা পোস্টকে বলেন, গম্ভীরা গান আমাদের জেলার একটি জনপ্রিয় বিনোদনের মাধ্যম। এর আগে আমরা কোনদিন ইভিএমে ভোট দেয়নি। গম্ভীরা গানের মাধ্যমে তা দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। গম্ভীরা দেখে বিনোদনের পাশাপাশি ইভিএমে ভোট দেওয়াও শেখা হয়ে গেল। এখন মনে হচ্ছে, খুবই সহজ ও চমৎকার একটি মাধ্যম ইভিএম।

রহনপুর পুরাতন বাজার এলাকার সোহেল রানা জানান, পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনেক ভয় ছিল, কীভাবে ইভিএমে ভোট দেব। কিন্তু সব ভয় শঙ্কা কেটে গেল গম্ভীরা গান দেখতে দেখতে ইভিএমে ভোট দেওয়া দেখে। 

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এই অঞ্চলের একটি জনপ্রিয় বিনোদনের মাধ্যম হলো গম্ভীরা গান। তাই ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে গম্ভীরা গানের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ইভিএম ভীতি দূর হচ্ছে ও বিনোদনের মাধ্যমে ভোট দেওয়া শিখতে পারছেন ভোটাররা। 

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সহকারী পরিচালক আসাদুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলামসহ নির্বাচন কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। গম্ভীরা পরিবেশন করে চাঁপাইনবাবগঞ্জের ‘লোক গম্ভীরা দল’। নাতী খাবির উদ্দীন ও নানা চরিত্র ছিলেন সাইদুর রহমান। 
 
উল্লেখ্যা, সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) থেকে বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ০৫ জানুয়ারি, বাছাই করা হয় ০৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ছিল ১৫ জানুয়ারি ও ১৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ হয়। আগামী ০১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ০৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭০ জন ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৮০ জন। ১৮০টি ভোট কেন্দ্রের ১২৩০টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন।

জাহাঙ্গীর/এসএম