রাতের আঁধারে নোয়াখালীর জেলা শহরের সোনাপুর রেলওয়ে স্টেশনে থাকা ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

রোববার (২৯ জানুয়ারি) মধ্যরাতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য ২০০ কম্বল বিতরণ করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, মো. শহীদুল ইসলাম সোনাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ভবঘুরে বৃদ্ধা, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করছেন। শীতবস্ত্র বিতরণের খবর পেয়ে আশপাশ থেকে ছুটে আসেন প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও পথশিশু। পরে সবার হাতে সুশৃঙ্খলভাবে কম্বল তুলে দেন তিনি। তার এ মহৎ উদ্যোগে কম্বল পেয়ে খুশি দুস্থ শীতার্তরা।

আবুল কালাম নামে এক বৃদ্ধ ঢাকা পোস্টকে বলেন, বাড়িতে যেতে পারি না। হাতিয়া বাড়ি আমার, নদী ভাঙনে বাড়ি চলে গেছে। দিনে এদিক সেদিক থাকি আর রাতে স্টেশনে ঘুমাই। পুলিশ স্যার কম্বল দিয়েছেন, তাই আমি অনেক খুশি।

রহিমা বেগম নামে এক ভিক্ষুক ঢাকা পোস্টকে বলেন, আমার গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন এসপি স্যার। শীত সহ্য করতে পারছিলাম না। এসপি স্যারকে ধন্যবাদ, কম্বল গায়ে দিয়ে ঘুমাব।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আগের দিনের থেকে বেশি শীত অনুভূত হচ্ছে আজ। ফলে ছিন্নমূল মানুষরা কষ্টে দিনযাপন করছে। তাই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্যান্য থানার ন্যায় ডিবির আয়োজনে যারা ভাসমান জীবনযাপন করছেন তাদের মাঝে কম্বল বিতরণ করা হলো। সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে বলেন, পুলিশ জনতার বন্ধু, যা যেকোনো প্রতিকূল সময়ে সবার পাশে থেকে তা প্রমাণ করা হয়। তাই জেলা গোয়েন্দা শাখার আয়োজনে রেলওয়ে স্টেশনে থাকা ভাসমান ছিন্নমূল অসহায় মানুষের মাঝে আজ কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) আমান উল্লাহ, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলামসহ গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা।
 
হাসিব আল আমিন/এফকে