কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় জিহাদ (১০) ও রোহান (১৬) নামের দুই স্কুলছাত্র নিহত হয়েছে। মিরপুর এবং কুমারখালী উপজেলায় এসব ঘটনা ঘটে।

মিরপুরে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোহান প্রামাণিক (১৬) নামে এক স্কুলছাত্র মারা যায়। শনিবার (১৩ মার্চ) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেল ৫টায় গোবিন্দপুর এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ঘটে।

নিহত রোহান মিরপুরের আমবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শামসুল প্রামাণিকের ছেলে। সে বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রোহানের চাচা উজির উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরের পর বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে চার মাইল এলাকার দিকে ঘুরতে যায় রোহান। ঘুরতে ঘুরতে বিকাল ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের গোবিন্দপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গুরুতর আহত অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে রোহানকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা স্কুলছাত্র রোহানের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অপরদিকে কুমারখালীতে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন লাটাহাম্বারের ধাক্কায় জিহাদ (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শিরমান (৮) নামের আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়।

শনিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভৈরবপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই এলাকার জহুরুল মণ্ডলের ছেলে ও আহত শিরমান একই এলাকার মুক্তার আলীর ছেলে। তারা ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে বাইসাইকেল চালিয়ে আত্মীয় বাড়িতে যাওয়ার পথে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ লাটাহাম্বা পেছন থেকে ধাক্কা দেয়। আহত দুই স্কুলছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় শিরমানকে হাসপাতালে ভর্তি করা হয়।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত ও আরেক ছাত্র আহত হয়।

রাজু আহমেদ/এমএসআর