অস্ত্র মামলায় কৃষক লীগ নেতা কারাগারে
রাজবাড়ীর পাংশায় অস্ত্র মামলায় মোস্তফা মাহমুদ হেনা মুন্সী নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মোস্তফা মাহমুদ হেনা মুন্সী পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, মোস্তফা মাহমুদ হেনা মুন্সীর নামে ২০১৪ সালে অস্ত্র আইনে মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গতকাল সন্ধ্যায় উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরও ৭টি মামলা রয়েছে। অন্যান্য মামলায় তিনি জামিনে থাকলেও ২০১৪ সালের অস্ত্র মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জামান/এমজেইউ