সাতক্ষীরার সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কেজি ৭৫০ গ্রাম স্বর্ণসহ এক চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর-সংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে এ স্বর্ণ জব্দ করা হয়।

আটক স্বর্ণ চোরাচালানি হাফিজুল ইসলাম (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের সামসুদ্দীন গাজীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদে বিজিবি ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা অভিযান চালান।

অভিযানকালে ভোমরা স্থলবন্দর-সংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে সীমান্তের বেড়িবাঁধের কাছ থেকে চোরাকারবারি হাফিজুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি প্যাকেটে ১ কেজি ৭৫০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে। এ ছাড়া আটক চোরাকারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আকরামুল ইসলাম/এনএ