‘শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই প্রিন্ট মিডিয়া হুমকির মুখে। মানুষ এখন প্রযুক্তিনির্ভর। ভার্চুয়াল জগতের আধিপত্যে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াগুলো একটা সংকটে ভুগছে। সেই মুহূর্তে আত্মপ্রকাশ করেছে ঢাকা পোস্ট। মাত্র দুই বছর অতিক্রম করেছে নিউজ পোর্টালটি। এই দুই বছরেই বাংলাদেশ তথা বাংলা ভাষাভাষী মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে নিয়েছে ঢাকা পোস্ট।’

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ মিলনায়তনে ঢাকা পোস্টের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে কেক কাটা হয় ও আলোচনা সভার আয়োজন করা য়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহীম পাকন, বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান ও পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম।

বক্তারা বলেন, ভার্চুয়াল জগতে এখন অনলাইনের দাপট। মানুষ আর পরের দিন নিউজ পড়তে পছন্দ করে না। সময়ের নিউজ সময়ে পড়তে ও দেখতে চায়। এ জন্য অনলাইন পোর্টালের সৃষ্টি। বর্তমানে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির উন্নতিতে অনলাইন গণমাধ্যমের আরও জনপ্রিয়তা বেড়েছে। বিশ্বের যেকোনো জায়গা থেকে মুহূর্তেই যেকোনো ঘটনার সংবাদ জানা যায়।

একাত্তর টিভির পাবনা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা পোস্টের পাবনা জেলা প্রতিনিধি রাকিব হাসনাত। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাবেক সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, পাবনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দৈনিক সিনসার নির্বাহী সম্পাদক কবি আমিনুর রহমান খান, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, খোলা কাগজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, জেলা কৃষক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব ও পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বদরুদ্দোজা খান মানিক প্রমুখ।

রাকিব হাসনাত/আরএআর