নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের ৫ গুণীজনকে জলসিঁড়ি সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভীনা গ্রামের জলসিঁড়ি পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক অধ্যয়নসভায় এই সম্মাননা প্রদান করা হয়।

এর আগে দুপুরে সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান।

পরে জলসিঁড়ি পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে ও পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল। 

এসময় আলোচক হিসেবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু ও অ্যাডভোকেট প্রবীর মজুমদার চন্দন।

অনুষ্ঠানে কবিতাব্রতী শামীম আজাদ, চিকিৎসাব্রতী গণপতি আদিত্য, গল্পব্রতী কিযী তাহনিন, কবিতাব্রতী রানা নাগ, সংবাদব্রতী মুহম্মদ আকবরকে জলসিঁড়ি সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় কবি-সাহিত্যিকসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা সাহিত্যব্রতীরা উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান/টিএম