১২০০ কেজি জাটকাসহ ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড

চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১২০০ কেজি জাটকাসহ ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি পিকআপ ও একটি সিএনজি জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন জাহাঙ্গীর হোসেন (৪০), মো. মনির হোসেন (৩৪), মো. নূর মোহাম্মদ (৩৪), মোহাম্মদ ফজল খান (৫৫), মো. সুমন (৩২) ও শওকত আলী সরকার (৪৮)।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের দেওয়া তথ্যমতে, রোববার রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত চাঁদপুর কালিবাড়ি মোড়ে অভিযান চালানো হয়। এ সময় জাটকাসহ ছয়জনকে আটক করা হয়।

সোমবার সকাল ৯টায় ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে জরিমানা ও অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে এসব জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান বলেন, সরকার নির্দেশিত সময়ে কোস্টগার্ডের জাটকা রক্ষা কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।

শরিফুল ইসলাম/এএম