চাঁপাইনবাবগঞ্জের বেতবাড়ী এলাকায় সুধী সমাবেশ ও বার্ষিক ভোজের নামে জামায়াত-শিবিরের গোপন বৈঠকের অভিযোগে পুরো প্যান্ডেল ঘিরে রেখেছে পুলিশ।  শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকায় আয়োজিত সুধী সমাবেশের প্যান্ডেল ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে এই অভিযান চলছে। জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার প্রধান শাখা বেতবাড়িয়ায় অভিভাবক ও সুধী সমাবেশ, বার্ষিক ভোজ, দাতাদের জন্য দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। এই বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলের জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। 

বিকেল ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিচয় যাচাই-বাছাই চলমান রয়েছে।

জাহাঙ্গীর/আরএআর