নরসিংদী রায়পুরা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামাল মোল্লাকে সাধারণ সম্পাদক পদ থেকে দেওয়া অব্যাহতি উঠিয়ে নিয়ে তাকে সাধারণ ক্ষমা করেছে দলটি। তবে তিনি এখন পর্যন্ত পদ ফিরে পাননি। 

রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি কাগজে পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল মোল্লার সাধারণ ক্ষমার বিষয়টি উল্লেখ করা হয়। 

নরসিংদীর রায়পুরায় স্থানীয় সরকার পর্যায়ে বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগে জামাল মোল্লাকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়েছিল আওয়ামী লীগ। পরে তা উঠিয়ে নিয়ে তাকে সাধারণ ক্ষমা করা হয়েছে। 

জানা যায়, জামাল মোল্লা দুই বার বিদ্রোহী প্রার্থী হয়ে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়। প্রথম বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ার পর বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হন জামাল মোল্লা। পরে সর্বশেষ ২০২১ সালে ২৬ ডিসেম্বর পুনরায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম শাহীনকে পরাজিত করে টানা দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি।  

এর সূত্র ধরে আওয়ামী লীগের জেলা ও উপজেলা কমিটি  দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। পরে আজ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত সাধারণ ক্ষমার বিষয়টি উল্লেখ করে একটি পত্র প্রদান করা হয়।  

পত্রে বলা হয়েছে, বিভিন্ন কর্মকাণ্ডের সকল দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় আওয়ামী লীগের জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও গঠনতন্ত্রের শৃঙ্খলাভঙ্গ না করা সত্ত্বেও জামাল মোল্লাকে প্রাথমিক ক্ষমা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য গন্য করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে। তবে তিনি কী স্বপদে বহাল থাকবেন কিনা সে রকম কিছু পত্রে উল্লেখ করা হয়নি।  

পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল মোল্লা বলেন, আমি অনেক খুশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও রায়পুরার রাজা রাজিউদ্দিন আহমেদ রাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য সংগ্রামসহ সব কার্যক্রমে নিয়োজিত থাকব।

বিষয়টি নিয়ে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইনের সঙ্গে কথা হলে তিনি ক্ষমার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছে কিন্তু স্বপদে বহাল করা হয়নি।  

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, ক্ষমার বিষয়টি শুনেছি কিন্তু লিখিতভাবে কোনো কাগজ এখন পর্যন্ত আমার হাতে এসে পৌঁছায়নি।

ক্ষমা পেলে কি তিনি স্বপদে বহাল থাকবেন কি না প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা-উপজেলায় অনেকেই সাধারণ ক্ষমা করা হচ্ছে সেই ক্ষেত্রে তাকেও ক্ষমা করা হয়েছে কিন্তু তিনি স্বপদে বহাল থাকতে পারবেন না। তবে পুনরায় সম্মেলন হলে তিনি অবশ্যই প্রার্থী হতে পারবেন।

তন্ময় সাহা/আরকে