অর্থের বিনিময়ে কমিটি, পদবঞ্চিত বিএনপি নেতাদের বিক্ষোভ
অর্থের বিনিময়ে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় বিএনপির কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পদবঞ্চিতরা। একই সঙ্গে ঘোষিত কমিটি প্রত্যাহারের দাবি তোলা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সদর রোডের জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
বিজ্ঞাপন
বক্তারা অভিযোগ করেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল অর্থের বিনিময়ে গৌরনদী-আগৈলঝাড়া ও গৌরনদী পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করেছে। কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে তারা জাতীয় পার্টি থেকে আসা ও ব্যবসায়ী। যারা বিএনপির আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাই সদ্য ঘোষিত গৌরনদী-আগৈলঝাড়া ও গৌরনদী পৌরসভা বিএনপির কমিটি প্রত্যাহার ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার দাবি জানান। পাশাপাশি ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।
বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম আফজালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য আ.ফ.ম রশিদ দুলাল, এস এম মনিরুজ্জামান মনির, আবুল হোসেন, মনজুর হোসেন মিলন প্রমুখ।
বিজ্ঞাপন
বিক্ষোভ সমাবেশ শেষে তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
তবে এ বিষয়ে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বা সদস্য সচিব কারো বক্তব্য পাওয়া যায়নি।
সৈয়দ মেহেদী হাসান/আরকে