নওসিন আক্তার

নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে বাসার সব পুড়ে যাওয়া স্নাতক পড়ুয়া নওসিন আক্তারের বোনের বিয়ের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। সেইসঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবে উপজেলা প্রশাসন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান।

তিনি বলেন, নওসিনকে নিয়ে ঢাকা পোস্টে প্রকাশিত সংবাদটি আমাদের নজরে এসেছে। নওসিনের বোনের বিয়ের জন্য আমাদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। সেইসঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে। আজ সকালে পাঁচটি পরিবার আমাদের কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছে। আগামী রোববার (২৬ ফেব্রুয়ারি) তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে।

আরও পড়ুন : বোনের বিয়ের জন্য জমানো টাকা পুড়ে গেল নওসিনের

তিনি আরও বলেন, ইতোমধ্যে পাঁচটি পরিবারের মধ্যে টিন ও কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া পৌরসভার পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

নওসিন আক্তার ঢাকা পোস্টকে বলেন, ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর বিকাশ ও নগদের মাধ্যমে কিছু টাকা সহায়তা পেয়েছি। এছাড়া অনেকেই বই দিতে চেয়েছেন। সংবাদ প্রকাশের পরপরই ইউএনও স্যার বারবার খোঁজ নিয়েছেন। বইয়ের তালিকা নিয়েছেন। টিন ও কম্বল পেয়েছি। আজ সকালে আর্থিক সহায়তার আবেদন জমা দিয়েছি। ইউএনও মহোদয় আমার বড় বোনের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করতে চেয়েছেন।

শরিফুল ইসলাম/এমজেইউ