মেহেরপুর সদর থানা চত্বরের দেড়শ গজ দূরে একটি বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে সাঈদ ও রুবেল নামে ১১ বছর বয়সী দুই শিশু আহত হয়েছে। রুবেলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা গুরুতর হওয়ায় শিশু সাঈদকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর থানার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। 

সাঈদ শহরের থানা পাড়ার নাসিম উদ্দিনের ছেলে। আহত অপর শিশু রুবেল মেহেরপুর সদরের গোভিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। 

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসাইন জানান, সকালে শিশুরা থানা চত্বরে খেলতে গিয়ে পরিত্যাক্ত অবস্থায় বোমাটি দেখতে পায়। প্লাস্টিকের টেপ ছাড়াতে গিয়ে বোমাটি বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার কাছে থাকা দুই শিশু আহত হয়। থানার চত্বরে বোমার অবস্থান সম্পর্কে জানা ছিল না। 

তিনি আরও জানান, ইতোমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। 

মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার অমৃত সরকার জানান, আহত শিশুদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হলে সাঈদ নামে এক শিশুকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

আকতারুজ্জামান/আরএআর