ডিসেম্বরের আগেই এই সরকারের পতন ঘটাতে হবে : নিতাই রায়
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রকে হত্যা করে বর্তমান সরকার বাংলাদেশের সমস্ত সাংবিধানিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এমনকি বিচার বিভাগকে তারা কুক্ষিগত করে রেখেছে। আজকে জনগণের উপরে অন্যায়, অত্যাচার ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়নি। ২০১৮ সালে রাতের বেলায় ভোট চুরি করে তারা ক্ষমতায় আসে।
শনিবার (৪ মার্চ) বিকেলে খুলনার সোনাডাঙ্গায় বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
নিতাই রায় চৌধুরী বলেন, এই সরকার দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। সরকারের অপকর্মের জন্য আজকে দেশে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। আজকে বিদেশ থেকে নিত্যপণ্য আমদানি করার ব্যয় পর্যন্ত পাচ্ছে না। শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। এর বিরুদ্ধে আজকে আমাদের এই কর্মসূচি। আগামী ডিসেম্বরের আগেই এই সরকারের পতন ঘটাতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে।
সমাবেশ শেষে নগরীর ডালমিল মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে তেতুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, বিএনপি নেতা কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, তাজিম বিশ্বাস প্রমুখ।
বিজ্ঞাপন
এর আগে নগরীর সদর থানা বিএনপির আয়োজনে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কেসিসি মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এছাড়াও খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করে।
মোহাম্মদ মিলন/আরএআর