সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব

বিএনপির তৃণমূলের নেতাদের প্রত্যক্ষ ভোটে কাউন্সিলের মাধ্যমে দীর্ঘ সাত বছর পর নতুন কমিটি পেল সিলেট মহানগর বিএনপি। কাউন্সিলে নাসিম হোসাইন সভাপতি, এমদাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক ও সৈয়দ সাফেক মাহবুব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) রাত ৯টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি এই ফলাফল ঘোষণা করে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী দেখা যায়, সভাপতি পদে নাসিম হোসাইন ১ হাজার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৭৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী ১ হাজার ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ চৌধুরী শামীম পেয়েছেন ৭৭২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন ৬২৩ ভোট পেয়েছেন।

এর আগে আজ সকালে নগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হুমাইয়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী ও সালেহ আহমদ খছরুর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।

মাসুদ আহমদ রনি/এমজেইউ