মেঘনার তীরে ঢল নামল মানুষের
বরিশালে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশালে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) বিকেলে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার পুরাতন হিজলা থেকে বাউসিয়া পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার নদী এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয় শঙ্খচিল, পানকৌড়ি ও বাউসিয়া নামের তিনটি দল। হারিয়ে যাওয়া নৌকাবাইচ দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে মেঘনার পাড়ে।
বিজ্ঞাপন
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেব নাথ। অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি কোনো একটি সময়ের জন্য সীমাবদ্ধ নন। তার আদর্শ সব সময়ের জন্য জীবন্ত। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দৃঢ় প্রতিজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পংকজ দেব নাথ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে ততদিন উন্নয়ন অব্যাহত থাকবে। দেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুকন্যার হাতকে শক্তিশালী করতে হবে।
বিজ্ঞাপন
নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম হয় মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের শঙ্খচিল, দ্বিতীয় হয় বাউসিয়া এবং তৃতীয় হয় পানকৌড়ি।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১৫ হাজার টাকা ও মেডেল, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা ও মেডেল এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা। পুরস্কার তুলে দেন সংসদ সদস্য পংকজ নাথ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক শাহজাহান তালুকদার, হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ।
এএম