পাচার হওয়া আট বাংলাদেশি যুবককে ফেরত পাঠিয়েছে ভারত। রোববার (১২ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে ভারতের পেট্রাপোল থানা ও ইমিগ্রেশন পুলিশ যৌথভাবে তাদেরকে বাংলাদেশের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

ফেরত আসা যুবকরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হানেফ গাজির ছেলে শফিকুল ইসলাম, ইছার আলীর ছেলে মরিরুল ইসলাম, মরশেদ আলীর ছেলে আসানুর রহমান, শাফায়েত খাঁর ছেলে আল আমিন, আব্দুল হোসাইনের ছেলে সামসুজ্জামান, ময়ময়সিংহের রহমতপুর সদর উপজেলার বাদশা মিয়ার ছেলে শাখাওয়াত, নিজামুদ্দিনের ছেলে আলামিন ও আবুল বাশারের ছেলে আশরাফুল আলম।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ভালো কাজ পাওয়ার আশায় দালালদের খপ্পরে পড়ে এ সকল যুবকরা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে দালালচক্র প্রতারণা করে তাদেরকে ভারতে ফেলে পালিয়ে আসে। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখানে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা আইনি সহায়তা দিতে তাদেরকে গ্রহণ করেছে। 

এ্যান্টনি দাস অপু/এমজেইউ