ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক দিন বন্ধের পর বৃহস্পতিবার সকাল থেকে আবারও সচল হয় বন্দরটি।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৯টায় ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন ঢাকা পোস্টকে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ ছিল। এক দিন পর আজ সকাল থেকে আবারও সব কার্যক্রম করা শুরু হয়।
 
মাহাবুর রহমান/এমএসআর