টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পুকুর থেকে সোহানের মরদেহ তোলা হচ্ছে
টাঙ্গাইলের কালিহাতী ও নাগরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো-কালিহাতী উপজেলার ভাবলা এলাকার আলমের ছেলে সোহান (১০) এবং নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের শ্রীবড়টিয়ার আয়েন আলীর ছেলে সোহেল (৭)।
বিজ্ঞাপন
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক রেজাউল করিম বলেন, সম্প্রতি সোহান কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সোহান পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া নাগরপুরে পানি থেকে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
অভিজিৎ ঘোষ/এসপি
বিজ্ঞাপন