চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুরে চুরির অপবাদে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। বুধবার (২৯ মার্চ) রাত ৭টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর-গোকুলখালি গ্রামে একটি মাদরাসার পাশের বাগানে এ ঘটনা ঘটে। 

আহত রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ভালাইপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে। 

আহত রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গত বছর রমজান মাসে একটি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছিল। সেই সময় শ্যালো মেশিন মালিক আমাকে চোরের অপবাদ দেয়। এ নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি অনেক দূর পর্যন্ত গড়ায়। গতকাল বুধবার রাতে তারাবির নামাজের আগে একটি ছেলেকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলাম। এ সময় এলাকার আলতাবের ছেলে হাসান (৩০), আকবরের ছেলে হোসেন আলী (৩২) ও তার ছেলে ইব্রাহিম আমার গতিরোধ করে। তারা আমাকে পূর্বের শ্যালো মেশিন চুরির হওয়ার বিষয়টি তুলে চোর অপবাদে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতা পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আমি এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ করব। 

স্থানীয় হাপানিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আফসার উদ্দিন দৈনিক ঢাকা পোস্টকে বলেন, রাত ১০টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। স্থানীয়রা বলছে গতকাল বুধবার রাতে ফসলের মাঠে শ্যালো মেশিন চুরির প্রস্তুতি নিচ্ছিল রফিকুল ইসলাম। এমন সময় স্থানীয়রা বিষয়টি টের পেলে তাকে ধাওয়া করলে বাঁশে পা বেধে পড়ে আহত হন রফিকুল। তবে চুরির কোনো ঘটনা ঘটেনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে রফিকুল ইসলামকে অনেক মারধর করা হয়েছে। তিনি বাম হাত ভাঁজ করতে পারছিলেন না। এছাড়া বাম পাসহ শরীরে কয়েকস্থানে ব্যাপক মারধরের চিহ্ন পাওয়া গেছে। তবে এখন তিনি শঙ্কামুক্ত। 

আফজালুল হক/আরকে