রংপুরে নিখোঁজের চার দিন পর কামরুল হাসান (২২) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) দুপুরে নগরীর সুলতান মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কামরুল হাসান রংপুর নগরীর উপশহর ক্যান্টনমেন্ট লাকিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ মার্চ) ইফতারের পর একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে কামরুল হাসানের অটোরিকশা ভাড়া নেন অজ্ঞাত কয়েকজন ব্যক্তি। এরপর থেকে কামরুল নিখোঁজ ছিলেন। শনিবার এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নিখোঁজের পরিবার।

মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, অটোরিকশা ছিনতাই করতে কামরুল হাসানকে ধারালো কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ