মাছের ঘেরে মিলল নিখোঁজ গৃহবধূর মরদেহ
বরিশালে একটি মাছের ঘের থেকে রুবি আক্তার নামের (৪৫) এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর এলাকার আজাদের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রুবি আক্তার ওই এলাকার শ্রমিক বাবুল ব্যাপারীর স্ত্রী।
বিজ্ঞাপন
মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে নারীর মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। আমরা সম্ভাব্য সকল সূত্র ধরে তদন্ত করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর কারণ উদঘাটন সম্ভব হবে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
নিহতের স্বামী বাবুল ব্যাপারী জানান, সোমবার (৩ এপ্রিল) ইফতার শেষে ইউপির বৌশেরহাট বাজারের পল্লী চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। পরে কোনো সন্ধান না পেয়ে রাতে খোঁজাখুঁজি করাও হয়। আজ সকালে স্থানীয় লোকজন মরদেহটি আজাদের মাছের ঘেরে দেখতে পান।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ