এতিম ও দুস্থরা পেল ৮ হাজার কেজি ইলিশ
চাঁদপুরে আট হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মোহনপুর সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে উত্তর মতলব থানাধীন বাহাদুরপুর ও বোড়চর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচটি ইঞ্জিনচালিত বোট তল্লাশি করে আট হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
আনোয়ারুল হক/এমজেইউ
বিজ্ঞাপন