‘ময়মনসিংহে নিত্যপণ্যের দাম বাড়েনি’
রমজানে ময়মনসিংহে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি বলে দাবি করেছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীম। বুধবার (৫ এপ্রিল) দুপুরে নগরীর মেছুয়া পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেন তিনি।
এ সময় তিনি বলেন, রমজানের শুরুতেই আমরা ব্যবসায়ীদের সঙ্গে সভা করেছি। রমজানে যেন নিত্যপণ্যের দাম না বাড়ানো হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছিল। এরই প্রেক্ষিতে আমরা বাজার পরিদর্শন করে দেখলাম প্রথম রমজানে যে দাম ছিল, তার থেকে বাড়েনি বরং অনেক পণ্যের দাম কমেছে। আমরা আশা করি এটি অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
এর আগে, আমিনুল হক শামীমের নেতৃত্বে বাজারে চাল, ডাল, চিনি ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সার্বিক বাজারদর তদারকি করেন চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বাজারে পণ্যের সরবরাহ, দরদাম, ব্যবসায়ীদের সুযোগ সুবিধাসহ ভোক্তাদের সেবার মান বৃদ্ধির বিষয়ে নির্দেশনা দেন চেম্বার সভাপতি।
পরিদর্শনে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, জেলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ চাউল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক বিধু ভূষণ সাহা রায়, মেছুয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক একেএম আজাদ সেলিম, যাদব লাহেড়ী লেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সাহা, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. পাপ্পু মিয়া, সিটি করপোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
উবায়দুল হক/এবিএস