চাঁদপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৭
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ।
বিজ্ঞাপন
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বলেন, চাঁদপুর-হাজিগঞ্জগামী দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় রেফার করা হয়েছে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তার অবস্থাও আশঙ্কাজনক। তিনি চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ সিএনজি দুটি জব্দ করেছে।
ওসি আব্দুর রশিদ জানান, তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
আনোয়ারুল হক/ওএফ