অন্যের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে দোকানি নিহত
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় অন্যের ঝগড়া ঝামাতে গিয়ে ছুরিকাঘাতে ফারুক মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। একই ঘটনায় রোমান মিয়া (২০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নবীনগর পয়েন্টে মাইজবাড়ি এলাকার ফজর আলীর ছেলে রোমান মিয়ার ইজিবাইকের সঙ্গে বনানীপাড়া এলাকার ঝুমন মিয়ার (২০) ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে দুই চালকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে ঝুমন বনানীপাড়ায় ফোন দিলে বনানীপাড়া থেকে আরও কয়েকজন যুবক রামদা, চাকু, লাঠি নিয়ে এসে রোমানের ওপর হামলা চালান। এ সময় নবীনগর পয়েন্টে নিজ দোকানে থাকা ফারুক মিয়া তাদের থামাতে এগিয়ে এলে তার পিঠে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক মিয়া নিহত হন। গুরুতর আহত রোমান মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ইজিবাইকের ধাক্কা লাগা নিয়ে দুই যুবকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে ফারুক মিয়া থামাতে এগিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। ফারুক মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোহানুর রহমান সোহান/আরএআর
বিজ্ঞাপন