আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যে কোনো মূল্যেই হোক এই দেশের মাটিতে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া যাবে না। এখানে কোনো জঙ্গিবাদের ঠাঁই নেই। এই বাংলার মাটিতে দুর্নীতিবাজদের ঠাঁই নেই। কোনো দিন সন্ত্রাসী তারেক রহমান বা বিএনপি-জামায়াতের কাছে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারের হল রুমে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাহাউদ্দিন নাছিম বলেন, হাওয়া ভবন সৃষ্টি করে তারেক রহমান সস্ত্রাসীদের গডফাদার ও শীর্ষ দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছেন। দেশের টাকা পাচার করে এখন লন্ডনে বসে আরামে বিলাসবহুল জীপনযাপন করছেন। বিএনপি চোর নয়, শীর্ষ চোর। দুর্নীতিবাজ নয়, কুখ্যাত দুর্নীতিবাজ। 

তিনি আরও বলেন, যারা মানুষকে পুড়িয়ে মেরে স্বার্থ হাসিল করতে চায়, তারা কখনো জনগণের সেবক হতে পারে না। জনগণ বিএনপিকে বিশ্বাস করে না। 

এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মাদারীপুর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

রাকিব হাসান/আরএআর