সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২০ মার্চ) রাত থেকে রোববার (২১ মার্চ) ভোর পর্যন্ত দিরাই ও শাল্লার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় আজ পর্যন্ত মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

এর আগে শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে আত্মগোপনে থাকা অবস্থায় মৌলভীবাজারের কুলাউড়া থেকে মামলার প্রধান আসামি ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

উল্লেখ্য, ১৭ মার্চ শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম একটি মামলা করেন। মামলায় দিরাইয়ের সরমঙ্গল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে প্রধান আসামি করা হয়। স্বাধীন নিজেকে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচয় দিতেন। 

সাইদুর রহমান আসাদ/এসপি