পিকনিক করে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
রনি ফকির (বামে) ও শাকিল খান
বন্ধুদের সঙ্গে পিকনিক করে বাড়ি ফেরা হলো না অনার্স পড়ুয়া দুই বন্ধুর। রোববার (২১ মার্চ) ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা।
নিহতরা হলেন- রনি ফকির (২০) ও শাকিল খান (২২)। রনি ভাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব ফকিরের ছেলে ও শাকিল করাত কল ব্যবসায়ী শফিকুলের ছেলে। তারা দুইজনই ঢাকা কলেজে অনার্সে পড়ালেখা করতেন।
বিজ্ঞাপন
জানা গেছে, ঢাকা কলেজের কয়েকজন বন্ধু মিলে ভাঙ্গার কাউলিবেড়া গ্রামে শনিবার (২০ মার্চ) রাতে পিকনিকের আয়োজন করে। সারারাত বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে ভোরে মোটরসাইকেলযোগে কাউলিবেড়া থেকে ভাঙ্গা পৌর সদরের উদ্দেশ্যে রওনা দেয় তিন বন্ধু রনি, শাকিল ও অপু।
ভাঙ্গা গোল চত্বরের কাছে মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-৪২-৮৬১০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রনি ও শাকিল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন অপু। অপুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
বিজ্ঞাপন
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক প্রাইভেটকার ও চালক জাকির আহম্মেদকে (২৫) আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
বি কে সিকদার সজল/এসপি