সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক জাহিদুল খান সৌরভের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী ওরফে কালুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

ভুক্তভোগী জাহিদুল খান ‘এখন’ টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি। শনিবার (১৫ এপ্রিল) সকালে ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ঝিনাইগাতি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করতে বিলম্ব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

উল্লেখ্য, গত ৫ এপ্রিল দুপুরে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামে জননী ফ্লাওয়ার গার্ডেনে সাংবাদিক সৌরভের ওপর অতর্কিত হামলা হয়। ওইদিন দুজনকে আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ইতোমধ্যে কুসুম আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে। 

উবায়দুল হক/আরকে