যশোরের ঝিকরগাছায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার নবীনগর মোল্যা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেনাপোল সীমান্তের নারায়ণপুর নতুনপাড়া গ্রামের হাসান আলীর ছেলে জুয়েল রানা বাবু (২২) ও একই গ্রামের সাহেব আলীর ছেলে হৃদয় হোসেন (১৯)। তারা সম্পর্কে একে অপরের শ্যালক-দুলাভাই।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে বেনাপোল থেকে শ্যালক-দুলাভাই মোটরসাইকেল যোগে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর মোল্যা ফিলিং স্টেশন থেকে ফুয়েল নিয়ে রাস্তায় উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদেরকে চাপা দেয়। এ সময় চালক ও হেলপার ট্রাকটি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দায়ের করবেন। 

এ্যান্টনি দাস অপু/আরএআর