বিএনপির নেতৃত্বে আগামীতে শান্তির দেশ প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ। শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে ফরিদপুর বিভাগ কৃষক দল আয়োজিত  আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শামা ওবায়েদ বলেন, এই সরকার বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটাচ্ছে, গুম খুন করছে। আজকে দেশে গণতন্ত্র নেই। মানুষ ভোট দিতে পারে না। ২০১৮ সালের নির্বাচনে এদেশের তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি।

তিনি বলেন, আমাদের একমাত্র টার্গেট জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করা। জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এদেশে উন্নয়ন কায়েম হবে। এই দলের নেতৃত্বে এদেশের মানুষ ভালো থাকবে, জিনিসপত্রের দাম কমবে।

সভায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ওরফে বাবুল বলেন, এই সরকার দেশকে কারাগার বানিয়েছে। এই পরিস্থিতি থেকে রক্ষার জন্য তারেক রহমানের দিকে তাকিয়ে রয়েছে কোটি কোটি মানুষ।

তিনি বলেন, অনেক সময় বলা হয়, এদেশে ওয়ান ইলেভেন আনা হয়েছিল দুই নেত্রীকে 'মাইনাস' করতে। কিন্তু আসল ঘটনা হলো ওয়ান ইলেভেন আনা হয়েছিল জিয়া পরিবারের বিরুদ্ধে, জিয়া পরিবারকে ধ্বংস করতে। যার ধারাবাহিকতা এখনো চলছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন।

বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান, সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, জেলা বিএনপির আহ্বায়ক  সৈয়দ মোদাররেছ আলী,  ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

জহির হোসেন/আরএআর