বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়লেন মুসল্লিরা
বৃষ্টি নেই। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তাই মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে যশোরের ঝিকরগাছায় খোলা আকাশের নিচে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শনিবার (১৫ এপ্রিল) আসরের নামাজের পর উপজেলার লাউজানি ঈদগাহ মাঠে এ নামাজের আয়োজন করা হয়।
মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জীনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণিকুল। বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। শুধু তাই নয় আশঙ্কাজনকভাবে নেমে গেছে পানির স্তর। ফলে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন মুসল্লিরা। শনিবার বিকেলে লাউজানি ঈদগাহ মাঠে খোলা আকাশের নীচে অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ নামাজ আদায় করা হয়। নামাজে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান।
বিজ্ঞাপন
হাফেজ মোহাম্মদ শাকিল হোসেন বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য হাহাকার করছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। তাই আমরা সকলে একত্রিত হয়ে এই নামাজ আদায় করেছি।
স্থানীয় বাসিন্দা এমদাদুল হক বলেন, গরমে হাঁসফাঁস অবস্থা। ফ্যানের নিচ থেকে সরা যাচ্ছে না। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছেই। মহান আল্লাহর দরবারে আমরা প্রশান্তির বৃষ্টি চেয়েছি। মহান আল্লাহ আমাদের রক্ষা করুন।
বিজ্ঞাপন
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিসের সার্জেন্ট বিএম আজাদ জানান, আজ সারদিন যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
এ্যান্টনি দাস অপু/আরএআর