আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, আইন সবার জন্য সমান। কে সাবেক প্রধানমন্ত্রী, কে সাবেক রাষ্ট্রপতির ছেলে তা বিবেচ্য নয়। তারেক রহমান কী ছিল তা সবাই জানে। তারেক রহমান কখনোই রাজনীতিবিদ ছিল না। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে সে ক্ষমতার দম্ভ দেখিয়েছিল। প্রধানমন্ত্রীর ক্ষমতা অপব্যবহার করে হাওয়া ভবন বানিয়ে অপকর্ম করেছিল। তারেক জিয়া মূলত সন্ত্রাসী নেতা হিসেবে পরিচিত ছিল। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে বহু হত্যাকাণ্ডে তার ভূমিকা ছিল। 

এসময় এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ১/১১ এর সময়ের মামলায় বিএনপি নেতানেত্রীরা দোষী প্রমাণিত হয়েছে। আর আওয়ামী লীগের নেতারা নির্দোষ প্রমাণিত হয়েছিল। 

রোববার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার পিটিআই রোডে জেলা পরিষদ কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। 

‘র‌্যাব দিয়ে অত্যাচার চালাচ্ছে সরকার’ বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, র‌্যাব গঠন করেছিল বিএনপি। র‌্যাব দিয়ে যদি রাজনীতিতে কোনো দমন-পীড়ন করে থাকে তবে তা বিএনপি করেছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই বিএনপি বলে হয়রানি করা হচ্ছে। এসব মিথ্যাচার করে কোনো লাভ হবে না। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই সরকার কঠোর অবস্থানে আছে।

অনুষ্ঠানে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন হানিফ। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজু আহমেদ/এমএএস