হিট স্ট্রোক থেকে বাঁচতে ঠাণ্ডা পরিবেশে থাকতে হবে
দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে খুলনা অঞ্চলে। প্রচণ্ড তাপদাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। প্রচণ্ড তাপদাহ থেকে সুরক্ষিত থাকতে এবং হিট স্ট্রোক থেকে বাঁচতে পরামর্শ দিয়েছেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।
রোববার (১৬ এপ্রিল) খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এপ্রিল মাসের সভায় তিনি এ পরামর্শ দেন। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়াই ভালো। রোজা রেখে ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং ভাজাপোড়া খাবার পরিহার করতে হবে। শরীর ঠাণ্ডা রাখতে দিনে কয়েকবার ভেজা কাপড় দিয়ে সারা শরীর মুছে ফেলতে হবে। হিট স্ট্রোক থেকে বাঁচতে ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার জানান, সবাই যেন আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছে। দেশের বিভিন্নস্থানে বর্তমান সময়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাগুলো হালকাভাবে নেওয়ার মতো নয়। হাট-বাজার-মার্কেটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মার্কেট সংশ্লিষ্টদেরও কাজ করতে হবে।
বিজ্ঞাপন
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, যেকোনো ধরনের আগুন প্রতিরোধে মার্কেটগুলোয় পাহারার ব্যবস্থা করতে হবে। তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। যাকাতের কিছু অংশ সরকারি যাকাত ফান্ডে প্রদান করার জন্য যাকাত প্রদানকারীদের উৎসাহ দেওয়া প্রয়োজন।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এমএম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মিলন/এমএএস