সারাদেশের বিভিন্নস্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ব্যবসায়ীদের সতর্ক করলেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান। 

সোমবার (১৭ এপ্রিল) রাতে বসুরহাট পৌরসভার আরডি শপিংমলে সচেতনতা সভা অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

এ সময় সব ব্যবসায়ীদের উদ্দেশ্যে ওসি মো. সাদেকুর রহমান বলেন, কিছুদিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আপনারা সবাই বাড়তি সতর্কতার সঙ্গে দোকান পরিচালনা করবেন। দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটালে তাৎক্ষণিক থানায় জানানোর অনুরোধ রইল।

ব্যবসায়ী সমিতির উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন তোহা। সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান, আরডি মালিক শপিং কমপ্লেক্সের মালিক হেলালসহ ব্যবসায়ী ও মালিকরা উপস্থিত ছিলেন। 

এবিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ব্যবসায়ী ভাইদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পুলিশ বিভাগ সর্বদা মাঠে আছে। আমরা চাই সব ব্যবসায়ী নিরাপদে তাদের ব্যবসা করুক। ঈদ উপলক্ষ্যে আমাদের টহল অব্যাহত রয়েছে।

হাসিব আল আমিন/আরকে